Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

honest person

৩২। খ্যাতিমান/বিশিষ্ট ব্যক্তিবর্গের নামঃ-

 

 

 

 

১) শ্রী কালী কুমার সেন (উরশীউড়া), সুলতানপুর ইউনিয়নের সর্বপ্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন(১৯২১ ইং)

২) শ্রী অনঙ্গ মোহন ভট্টাচার্য্য(সুলতানপুর)তিনি ১৯৩১ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

৩) শ্রী প্রতাপ চন্দ্র দত্ত(সুলতানপুর)তিনি ১৯৩৪ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

৪) শ্রী মানেন্দ্র লাল দত্ত(সুলতানপুর)তিনি ১৯৩৭ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

৫) জনাব, শেখ আবদুল মালেক(সুলতানপুর) তিনি ১৯৪৭ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

৬) শ্রী প্রণয় ভূষণ বর্দ্ধন(বিরামপুর) তিনি ১৯৫২ সনে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

                     ৭) জনাব, এডঃ শেখ আনোয়ারুল ইসলাম বি,এ,অনার্স এম,এ,এলএলবি(সুলতানপুর)   তিনি ১৯৭৪ সনে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

                    ৮) জনাব, শেখ মতিউর রহমান(হাবলাউচ্চ) তিনি ১৯৮৪ সনে সুলতানপুর ইউনিয়নের   চেয়ারম্যান নির্বাচিত হন।

              ৯) জনাব, ফিরোজুর রহমান(সুলতানপুর) তিনি ১৯৯৪ সনে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

                 তিনি লায়ন্সের গভর্ণর, এফএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক, লায়ন ফিরোজুর 

                রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজ একাডেমী প্রতিষ্ঠাতা, এবং বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক হিসাবে খ্যাতি অর্জন করেন।

                 সুলতানপুর ইউনিয়নের পর পর চার বার চেয়ারম্যান পদে নির্বাচিত হন।  

              ১০) শ্রী রাম কানাই দত্ত (সুলতানপুর)ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত বিদ্যা পীঠ রাম কানাই হাই একাডেমী প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া

      উকিল লাইব্রেরী এবং সুলতানপুর হাই স্কুলের এবং প্রাইমারী স্কুলের ভূমি দান করেন।

              ১১) ,, আন্দি রাম চৌধুরী (সুলতানপুর) তাহাঁরসমাধির উপর সুলতানপুরে বিখ্রাত মঠ স্থাপিত হয়।

              ১২) ,, মনমোহন বর্দ্ধন (বিরামপুর) ব্রিটিশ আমলে একজন বিখ্রাত উকিল ছিলেন।

              ১৩) ,, নরেন্দ্র লাল দত্ত (হাবলাউচ্চ) তিনি হাবলাউচ্চ প্রাইমারী ও হাই স্কুলের ভূমি দান করেন। এবং আশ্রম প্রতিষ্ঠা করেন।                        

তিনি চিরকুমার সন্ন্যাসী ছিলেন।

              ১৪) জনাব আবদুল বারী (গার্ড সাহেব) শাহপুর, তিনি ১৯১৭ সনে এন্ট্রান্স পাশ করেন। তিনি শাহপুর প্রাইমারী স্কুলের ভূমি দান

                  করেন।

              ১৫) শ্রী বিনয় ভূষণ বর্দ্ধন (বিরামপুর) তিনি ব্রিটিশ আমলে কলকাতা হাই কোর্টের উকিল ছিলেন।

              ১৬) ,, ডাঃ কুসুম কুমার চক্রবর্তী(শিলাউর) তিনি স্বনামখ্যাত এমবিবিএস ডাক্তার ছিলেন।  

              ১৭) ,, পিতাম্বর দত্ত(সুলতানপুর) তিনি পূজা অর্চনার জন্য নাচ্-মন্দির স্থাপন করে ছিলেন। 

 

 

                                                ১৭

 

 

              ১৮) শ্রী বকুল পাল (উরশীউড়া) উরশীউড়া কালীচান সন্ন্যাসীর আশ্রমের ভূমি দান করেন।

            ১৯) জনাব শাহ সুফি মুন্সী আবদুল জব্বার (শাহপুর) তিনি ৪০ বৎসর যাবৎ শাহপুর জামে মসজিদে খতিব ছিলেন।

                        ২০)  ,, শেখ আবদাল মিয়া (সুলতানপুর) তিনি একজন শ্রেষ্ঠ সার্ভেয়ার (আমিন) এবং বিশিষ্ট সালিশ ছিলেন।

                ২১) ,, শাহ নাঈম উদ্দিন আল কাদেরী ওরফে শাহ সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ ও কাদেরীয়া তরিকা পীর হিসাবে তদানিন্তন ত্রিপুরা, সিলেট,

         ময়মনসিংহ ও ঢাকা জেলায় খ্যাতিমান ছিলেন।

২২) ,, কালা গাজী খাঁ ও আলী আকবর খাঁ প্রায় ৪০০ শত বৎসর পূর্বে সুলতানপুর পুরাতন জামে মসজিদ  সুলতানী আমলের আদলে এক

        গম্ভুজ বিশিষ্ট মসজিদ  নির্মাণ করেন।

২৩) ,, আবদুল গণি মুন্সী (সুলতানপুর)  ১৯৫৬ সালে তদানিন্তন পূর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদের এমএলএ নির্বাচিত হন। তিনি একজন

         বিখ্যাত উকিল ছিলেন।

            ২৪) শ্রী ননি চন্দ্র চক্রবর্তী (শিলাউর) শিলাউর প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দান করেন। তিনি ব্রাহ্মচারী ঠাকুর ছিলেন।

              ২৫) জনাব আবদুল হাকিম মিয়া (সুলতানপুর) সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সেক্রেটারী হিসাবে তিনি বহু কাল নির্বাচিত

        ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজ সেবক ছিলেন।

                       ২৪) ,, খোরশেদ মিয়া (সুলতানপুর) সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে স্বনাম ধন্য শিক্ষক ছিলেন। এবং

                               গ্রামের বিশিষ্ট সালিশ ছিলেন।

২৫) ,, সৈয়দ আবুল ফাত্তাহ্ (শিলাউর) তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুলে প্রধান শিক্ষক ও একজন শিক্ষানুরাগী

          ব্যক্তি ছিলেন।  

২৬) ,, মোখলেছুর রহমান (দক্ষিণ জাঙ্গাল) তিনি বিশিষ্ট সমাজ সেবক ও সালিশ এবং ইউনিয়নের সদস্য ছিলেন।

২৭) ,, ফেরদৌস আলম ভূইয়া (বিরামপুর) তিনি একজন রাজনৈতিক বক্তা হিসাবে খ্যাতি লাভ করেন।

২৮) ,, শেখ শফিকুল ইসলাম (সুলতানপুর) গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। তিনি উত্তর সুলতানপুর

       দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন।

২৯) ,, ডঃ আবদুর রউফ(সুলতানপুর)তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।

             ৩০) ,, ডঃ আবদুল খালেক চৌধুরী (সুলতানপুর) তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।

             ৩১) ,, ডাঃ নুরুল হক (সুলতানপুর) স্বনাম ধন্য পল্লী চিকিৎসক ও ফুটবল খেলার পরিচালক হিসাবে খ্যাতি লাভ করেন।

                       ৩২) ,, আশরাফ আলী বেপারী (মহিউদ্দিননগর) বিশিষ্ট ব্যবসায় হিসাবে এলাকায় খ্যাতি লাভ করেন।