Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাহমুদ শওকত আজাদ

প্রখ্যাত ব্যক্তিত্ব - ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

বিশিষ্ট ব্যক্তিত্ব - সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।

জীবন্ত কিংবদন্তি - সুলতানপুর ইউনিয়ন, সদর উপজেলা ।

[Veteran (EX-Military Personnel)-HIS MAJESTY Armed Forces-UNITED KINGDOM]


স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ-এর ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী নাগরিক হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সর্বপ্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাজ্যে সশস্ত্রবাহিনীতে যোগদানের নিমিত্তে আন্তর্জাতিক সফলতার কৃতিত্ত্বের স্বীকৃতি স্বরূপ, সাবেক ব্রিটিশ সেনা জনাব মাহমুদ শওকত আজাদ-কে সদর উপজেলার “বিশিষ্ট ব্যক্তি” হিসেবে, জাতীয় তথ্য বাতায়নে-সদর উপজেলার সরকারি ওয়েবসাইট-এ অন্তর্ভুক্তকরণের একটি সিদ্ধান্ত, দায়িত্বরত উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সেলিম শেখ - এর সভাপতিত্বে পরিষদের মাসিক সভায় উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে রেজুলেশন পাশের মাধ্যমে গৃহীত ও অনুমোদন প্রদান করা হয়- রেজুলেশন/স্বারক নম্বর: ০৫.১২.৮২.১২১৩.০০৬.০১.২৪- ৫৯১(৪০)।পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন-এর "প্রখ্যাত ব্যক্তির" তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।এছাড়া সুলতানপুর ইউনিয়ন পরিষদ ওয়েবসাইটএ তাকে " জীবন্ত কিংবদন্তি " হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁর প্রোফাইল অন্তর্ভুক্ত করা হয়েছে -রেজুলেশন/স্মারক নং: সুলতানপুর/ইউপি/ব্রাহ্মণ২০২১-(৭২) ।


জনাব মাহমুদ শওকত আজাদ, ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলে জন্মগ্রহণ করেন। জনাব মাহমুদ শওকত আজাদ ২০০৭ সালে নভেম্বর –এ যুক্তরাজ্যে বৈধ অধিবাসী হিসেবে কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ-এর নাগরিক কৌটায় সিগন্যাল রেজিমেন্ট-এ যোগদান করেন। সিগনালস রেজিমেন্ট-এ তিনি ছিলেন প্রথম বাংলাদেশী। সৈনিক জীবনে তিনি অত্যাধুনিক ব্রিটিশ সমরাস্ত্র SA80 সিরিজ এর স্বয়ংক্রিয় A2 L85 এর উপর দক্ষতার সাথে প্রশিক্ষণ লাভের মাধ্যমে phase1A ও Phase 1B ফিল্ড ট্রেনিং সফলতার সাথে শেষ করেন। যুক্তরাজ্যে বিভিন্ন সেনা ব্যারাক-এ সফলতার সাথে তিনি দক্ষতার সাথে বিভিন্ন মিলিটারি প্রশিক্ষণ সম্পন্ন করেন। ঊল্লেখযোগ্য প্রশিক্ষণগুলোর মধ্যে ছিল: কেমিক্যাল ,বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল ও নিউক্লেয়ারটেস্ট (CBRN ) , কমন মিলিটারি সিলেবাস (CMS ), কমন ফিটনেস টেস্ট (CFT) বেসিক ক্যাসুয়াল টিড্রিল টেস্ট (BCDT ), উইপন হ্যান্ডলিং টেস্ট (WHT ) । তিনি পরবর্তী ধাপে যুক্তরাজ্যের বার্মিংহাম এর সুইনারটন ট্রেনিং ক্যাম্প থেকে ২ ন্যাশনাল ব্রিগেড (2 NC ) ইনফরমেশন কমিউনিকেশন এন্ড সিস্টেমস অপারেশন (UK OPS ) এর উপর ক্লাস ৩ ট্রেড সার্টিফিকেট অর্জন করেন। প্রশিক্ষণের মধ্যে উইনচেস্টারে স্যার জন মুর ব্যারাক ছিল যুক্তরাজ্যে বিভিন্ন সেনা ব্যারাক এর মধ্যে অন্যতম। এই ব্যারাকটি আন্তর্জাতিকভাবে ও সুপরিচিত। বিশ্বের অন্যতম প্রাচীন শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী হিসেবে ব্রিটিশ আর্মি বিশ্বজুড়েও একটি সুশৃক্ষল দক্ষ বাহিনী হিসেবে সমাদৃত। তিনি ইংল্যান্ড-এর বিপিপি ইউনিভার্সিটি থেকে আইন ও মনোবিজ্ঞানে স্নাতক (অনার্স) ও স্কটল্যান্ড এর ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রী অর্জন করেন। লন্ডন-এ বিপিপি ইউনিভার্সিটিতে অধ্যয়ণরত অবস্থায় Waterloo শাখার নির্বাচিত ব্রাঞ্চ প্রেসিডেন্ট ( Law স্কুল-Branch President) এবং স্টুডেন্টদের সর্বোচ্চ ভোট পেয়ে ইউনিভার্সিটির লার্নিং এন্ড টিচিং কমিটি (Learning And Teaching Committe- LTC)-তে প্রতিনিধিত্ব করেন। তিনি ব্রিটিশ চেম্বার্স অফ কমার্স কর্তৃক ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ইন ইন্টারন্যাশনাল ট্রেড সনদ লাভকরেন। সাবেক ব্রিটিশ সেনা জনাব মাহমুদ শওকত আজাদ স্কটল্যান্ড এ অবস্থিত সেনা সদস্যদের রয়েল স্কটসক্লাব এর একজন আজীবন সদস্য। তিনি ইংল্যান্ড এ অবস্থিত ব্রিটিশ সেনাদের প্রসিদ্ধ সেনা ক্লাব ইউনিয়ন জ্যাক (Union Jack) ক্লাব-এর একজন গর্বিত সদস্য। এই ক্লাব এর প্যাট্রন হচ্ছেন যুক্তরাজ্যের রাজা চার্লস (তৃতীয়) । জনাব মাহমুদ শওকত আজাদ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক সাবেক সেনা সদস্যর স্বীকৃতি স্বরূপ HIS MAJESTY (HM ) ARMED FORCES VETERAN ল্যাপেল ব্যাজ প্রাপ্ত হন। সাবেক সেনা সদস্যদের মিলিটারি সার্ভিস এ অবদান স্বরূপ হিসেবে তিনি যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ডিফেন্স ডিসকাউন্ট সার্ভিস (DDS) কার্ড লাভ করেন যার মাধ্যমে সমগ্র যুক্তরাজ্যে বিভিন্ন পণ্য ও সেবায় ডিসকাউন্ট সুবিধা পেয়ে থাকেন। তাছাড়া যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম যুক্তরাজ্য সরকার 2020 সালের ৫ নভেম্বর থেকে যেসকল সাবেক ব্রিটিশ সেনাদের VETERANS RAIL CARD সুবিধা দেয়া সম্মানিত করেছে যার মধ্যে জনাব মাহমুদ শওকত আজাদ একজন। এই সুবিধার মাধ্যমে সমগ্র যুক্তরাজ্যে লংরুট –এ হাইভেলোসিটি ও ন্যাশনাল রেল –এ আজীবন তিনি ও তার পরিবার সবসময় টিকিটে কম মূল্য প্রদান করে রেল ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, ব্রিটিশ সিভিল সার্ভিসেও রয়েছে তার পদচারণা। যুক্তরাজ্যের সরকারের হিজ মাজেস্টি রেভেনিউ অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি- HMRC) ডিপার্টমেন্ট-এ কাস্টমস অ্যান্ড এক্সসাইজ এর লিগাল ডিভিশন-এ নিয়োগ পাওয়া সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। মাহমুদ শওকত আজাদ, Youth Association for Greater Europe (YAGE ) কর্তৃক আয়োজিত Strasbourg , ফ্রান্স -এ অবস্থিত Council de Europe-এ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরাম “Strasbourg Meeting: Focus Russia “,Strasbourg , France – সমগ্র ইউরোপ, রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ গুলো থেকে অংশগ্রহণকারী সর্বমোট ২০০ প্রতিযোগীর মাঝে বাছাইকৃত শীর্ষ ৫ বক্তাদের মাঝে ছিলেন, যেখানে " Youth Empowerment " প্রজেক্ট-এর উপর Council de Europe কনফারেন্স-এ বক্তব্য পরিবেশন করেন । এছাড়া তিনি United Nations (UNITAR) থেকে Foundational on Counter -Terrorism-এ সার্টিফিকেট অফ পার্টিসিপেশন এবং হিউমান রাইটস এডুকেশন ফর লিগাল প্রফেশনালস- Council of Europe কর্তৃক International Cooperation in Criminal Matters - এ Statement of Accomplishment লাভ করেন। তাছাড়া, তিনি World-leading policy institute, The International Affairs Think Tank- Chatham House, The Royal Institute of International Affairs, London, United Kingdom এবং The Institute of Leadership ,Birmingham, United Kingdom -এর পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেন।


উল্লেখ্য, জনাব মাহমুদ শওকত আজাদ- এমবিএ (স্কটল্যান্ড),এলএল,বি (ইংল্যান্ড):- সুলতানপুর ইউনিয়ন-এ সুলতানপুর গ্রামের ডেপুটি-ডিরেক্টর (অব:) বাড়ির সন্তান। তাঁর পিতার নাম: মো: শওকত আলী (ডেপুটি ডিরেক্টর (অব:) মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। মাহমুদ শওকত আজাদ ছাত্রজীবনে ঢাকার সেইন্ট জোসেফ হাই স্কুল ও ঢাকা কলেজ-এ পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে অবস্থিত ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন অফ আমেরিকা (NRA)- এর সনদ প্রাপ্ত একজন গর্বিত সদস্য। তিনি বিভিন্ন সময়ে- কানাডা, আমেরিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি,পর্তুগাল,দক্ষিণ আফ্রিকা,থাইল্যান্ড-সহ অনেক দেশ সফর করেছেন।