স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ-এর ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী নাগরিক হয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ব্যক্তি হিসেবেযুক্তরাজ্যে সশস্ত্রবাহিনীতে যোগদানের মাধ্যমে আন্তর্জাতিক অর্জনের কৃতিত্ত্বের স্বীকৃতি স্বরূপ জনাব মাহমুদ শওকত আজাদ-কে সুলতানপুর ইউনিয়ন পরিষদ এর প্রখ্যাত ও বিশিষ্ট ব্যক্তি হিসেবে জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত করণের একটি সিদ্ধান্ত ০৩/০৬/২০২১ ইং তারিখে চেয়ারম্যান জনাব শেখ ওমর ফারুক- এর সভাপতিত্বে পরিষদের মাসিক সভায় সর্ব সম্মতিক্রমে রেজুলেশন পাশের মাধ্যমে গৃহীত হয় ও চেয়ারম্যান কর্তৃক অনুমোদন প্রদান করা হয়। রেজুলেশন/স্বারক নম্বর: সুলতানপুর/ ইউপি/ ব্রাহ্মণ/২০২১-(৭২))।
জনাব মাহমুদ শওকত আজাদ যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীতে যোগদানকারী ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ মোড়াইল-এমিশন হাসপাতালে জন্মগ্রহণ করেন। জনাব মাহমুদ শওকত আজাদ ২০০৭ সালে নভেম্বর –এ যুক্ত রাজ্যে বৈধ অধিবাসী হিসেবে কমন ওয়েলথ সদস্যভুক্ত দেশ-এর নাগরিক কৌটায় সিগন্যাল রেজিমেন্ট-এ যোগদান করেন। সৈনিক জীবনে তিনি অত্যাধুনিক ব্রিটিশ সমরাস্ত্র SA80 সিরিজ এর স্বয়ংক্রিয় A2 L85 এর উপর দক্ষতার সাথে প্রশিক্ষণ লাভের মাধ্যমে phase1A ও Phase 1B ফিল্ড ট্রেনিং সফলতার সাথে শেষ করেন। যুক্তরাজ্যে বিভিন্ন সেনা ব্যারাক-এ সফলতার সাথে তিনি দক্ষতার সাথে বিভিন্ন মিলিটারি প্রশিক্ষণ সম্পন্ন করেন। ঊল্লেখযোগ্য প্রশিক্ষণগুলোর মধ্যে ছিল: কেমিক্যাল ,বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল ও নিউক্লেয়ারটেস্ট (CBRN ) , কমন মিলিটারি সিলেবাস (CMS ), কমন ফিটনেস টেস্ট (CFT) বেসিক ক্যাসুয়াল টিড্রিল টেস্ট (BCDT ), উইপন হ্যান্ডলিং টেস্ট (WHT ) । তিনি পরবর্তী ধাপে যুক্তরাজ্যের বার্মিং হাম এর সুইনারটন ট্রেনিং ক্যাম্প থেকে ২ ন্যাশনাল ব্রিগেড (2 NC ) ইনফরমেশন কমিউনিকেশন এন্ড সিস্টেমস অপারেশন (UK OPS ) এর উপর ক্লাস ৩ ট্রেড সার্টিফিকেট অর্জন করেন। প্রশিক্ষণের মধ্যে উইনচেস্টারে স্যার জন মুরব্যারাক ছিল যুক্তরাজ্যে বিভিন্ন সেনাব্যারাক এর মধ্যে অন্যতম। এই ব্যারাকটি আন্তর্জাতিকভাবে ও সুপরিচিত। বিশ্বের অন্যতম প্রাচীন শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী হিসেবে ব্রিটিশ আর্মি বিশ্বজুড়েও একটি সুশৃক্ষল দক্ষ বাহিনী হিসেবে সমাদৃত। তিনি পরবর্তীতে ইংল্যান্ড এর বিপিপি ইউনিভার্সিটি থেকে আইন ও মনোবিজ্ঞানে স্নাতক (অনার্স) ও স্কটল্যান্ড এর ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রী অর্জন করেন। তিনি ব্রিটিশ চেম্বার্স অফ কমার্স কর্তৃক ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ইন ইন্টারন্যাশনাল ট্রেড সনদ লাভকরেন। সাবেক ব্রিটিশ সেনা জনাব মাহমুদ শওকত আজাদ স্কটল্যান্ড এ অবস্থিত সেনা সদস্যদের রয়েল স্কটসক্লাব এর একজন আজীবন সদস্য। তিনি ইংল্যান্ড এ অবস্থিত ব্রিটিশ সেনাদের প্রসিদ্ধ সেনা ক্লাব ইউনিয়ন জ্যাক (Union Jack) ক্লাব-এর একজন গর্বিত সদস্য। এই ক্লাব এর প্যাট্রন হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। জনাব মাহমুদ শওকত আজাদ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক সাবেক সেনা সদস্যর স্বীকৃতি স্বরূপ HER MAJESTY (HM ) ARMED FORCES VETERAN ল্যাপেল ব্যাজ প্রাপ্ত হন। সাবেক সেনা সদস্যদের মিলিটারি সার্ভিস এ অবদান স্বরূপ হিসেবে তিনি যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ডিফেন্স ডিসকাউন্ট সার্ভিস (DDS) কার্ড লাভ করেন যার মাধ্যমে সমগ্র যুক্তরাজ্যে বিভিন্ন পণ্য ও সেবায় ডিসকাউন্ট সুবিধা পেয়ে থাকেন। তাছাড়া যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম যুক্তরাজ্য সরকার 2020 সালের ৫ নভেম্বর থেকে যেসকল সাবেক ব্রিটিশ সেনাদের VETERANS RAIL CARD সুবিধা দেয়া সম্মানিত করেছে যার মধ্যে জনাব মাহমুদ শওকত আজাদ একজন। এই সুবিধার মাধ্যমে সমগ্র যুক্তরাজ্যে লংরুট –এ হাইভেলোসিটি ও ন্যাশনালরেল –এ আজীবন তিনি ও তার পরিবার সবসময় টিকিটে কম মূল্য প্রদান করে রেল ভ্রমণ করতে পারবেন।
উল্লেখ্য, জনাব মাহমুদ শওকত আজাদ এমবিএ (স্কটল্যান্ড),এল,এল,বি (ইংল্যান্ড) সুলতানপুর ইউনিয়ন এ সুলতানপুর গ্রামের ডেপুটিডিরেক্টর (অব:) বাড়ির সন্তান। তাঁর পিতার নাম: মো: শওকত আলী (সাবেক ডেপুটি ডিরেক্টর, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। হোল্ডিংনং : ৬৫৭ (ওয়ার্ড : ০৪) সুলতানপুর দক্ষিণ ও ৯৭৭ (ওয়ার্ড : ০৩) সুলতানপুর উত্তর। তিনি ছাত্র জীবনে ঢাকার সেইন্ট জোসেফ হাই স্কুল ও ঢাকা কলেজ-এ পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন অফ আমেরিকা- এর সনদ প্রাপ্ত এ কজন গর্বিত সদস্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS