সাবেক ব্রিটিশ সেনা সদস্য জনাব মাহমুদ শওকত আজাদ-কে সুলতানপুর ইউনিয়নের জাতীয় তথ্য বাতায়নে প্রখ্যাত ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করতে আলোচনা সভা। সভায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জন্মগ্রহণকারী জনাব মাহমুদ শওকত আজাদ -কে যুক্তরাজ্য সশস্ত্রবাহিনীতে যোগদানের মাধ্যমে সুলতানপুর ইউনিয়ন এর প্রথম কৃতি সন্তান হিসেবে আন্তর্জাতিক অর্জনের জন্য সুলতানপুর ইউনিয়ন পরিষদ এর প্রখ্যাত ও বিশিষ্ট ব্যক্তিবর্গের তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের একটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাশের মাধ্যমে গৃহীত হয়। উল্লেখ্য, সুলতানপুর গ্রামের ডেপুটি ডিরেক্টর (অব:) বাড়ির সন্তান- জনাব মাহমুদ শওকত আজাদ,এমবিএ (স্কটল্যান্ড),এল,এল,বি (ইংল্যান্ড)। তাঁর পিতার নাম : মো: শওকত আলী (সাবেক ডেপুটি ডিরেক্টর, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। হোল্ডিং নং : ৬৫৭ (ওয়ার্ড : ০৪) সুলতানপুর দক্ষিণ ও ৯৭৭ (ওয়ার্ড : ০৩) সুলতানপুর উত্তর। সভা সভাপতিত্ব করেন সুলতানপুর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান: জনাব শেখ ওমর ফারুক। রেজুলেশন/স্বারক নম্বর: সুলতানপুর/ ইউপি/ ব্রাহ্মণ/২০২১- (৭২)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS