এক নজরে সুলতানপুর ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।
অবস্থানঃ ব্রাহ্মণবাড়িয়া সদর হইতে ০৫ কিঃ মিঃ দক্ষিণ থেকে ১১.৫০ কিঃ মিঃ দক্ষিণ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের পার্শ্বে সুলতানপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
সীমাঃ- উত্তরে রামরাইল ইউনিয়ন, পূর্ব উত্তরে মাছিহাতা ইউনিয়ন, পূর্ব দক্ষিণে বাসুদেব ইউনিয়ন, দক্ষিণে ও পশ্চিমে তিতাস নদী।
১। আয়তনঃ ১১.৪৭ বর্গ মাইল/২৯.৭০ বর্গ কিঃ মিঃ
২। খানার সংখ্যাঃ ৬২৩৫ টি।
ক) পুরুষঃ ১৯১৩১ জন।
খ) মহিলাঃ ১৭০৮৭ জন।
ঘ। মোট জনসংখ্যাঃ ৩৬২১৮ জন।
৪। মোট ভোটারঃ ১৮৯৬১ জন
৫। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভূমি তথ্যঃ- সেঃ মেঃ ৪৬৩০, ৪৬৩১,৪৬৩২,৪৬৪৯ দাগের অন্দরে ৩৮ শতক ।
৩। মৌজাঃ ৬ টি
(১) বড় সুলতানপুর, (২) বিরামপুর, (৩) হাবলাউচ্চ, (৪) শিলাউর,
(৫) উরশীউড়া, (৬) পাতৈরহাতা।
৪। গ্রাম সংখ্যাঃ ২২ টি।
১ নং ওয়ার্ডেঃ- পাতৈরহাতা, উরশীউড়া,
২ নং ওয়ার্ডেঃ- উত্তর জাঙ্গাল, দক্ষিণ জাঙ্গাল, ইয়াকুব নগর।
৩ নং ওয়ার্ডেঃ- সুলতানপুর (উত্তর অংশ), পূর্ব সুলতানপুর,
৪ নং ওয়ার্ডেঃ সুলতানপুর (দক্ষিণ অংশ)
৫ নং ওয়ার্ডেঃ- টানচক-মনাই বাড়ী, সীতাসার, মহিউদ্দিননগর, যুক্কা-টাঙ্গা-পদ্মার পাড়।
৬ নং ওয়ার্ডেঃ- হালকাটা, শাহপুর, বিরামপুর (দক্ষিণ), ছোট শাহপুর, রাজকৃষ্ণপুর,
৭ নং ওয়ার্ডেঃ- বিরামপুর,
৮ নং ওয়ার্ডেঃ- হাবলাউচ্চ, মিয়াচাঁনপুর, ঈশাননগর,
৯ নং ওয়ার্ডেঃ- শিলাউর, ১
০৫। শিক্ষাতথ্যঃ-
১)শিক্ষার হার (পঞ্চম শ্রেণী হইতে তদুর্ধ) ৬৬%
২) বেসরকারী উচ্চ বিদ্যালয় (৩) টি। (১) সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, (২) হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়, (৩) লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজ একাডেমী।
৩)সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯ টি।
(১) সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, (২) শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৩) মহিউদ্দিননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৪) উরশীউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৫) বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৬) হাবলাউচ্চ সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৭) শিলাউর সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৮) টাঙ্গারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৯) উত্তর জাঙ্গাল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৪)বেসরকারী আলেয়া মাদ্রাসাঃ- ২ টি।
(১) বিরামপুর দাখিল মাদ্রাসা (২) দক্ষিণ জাঙ্গাল কফিল উদ্দিন টেকনিক্যাল দাখিল মাদ্রাসা।
৫)কওমি মাদ্রাসাঃ- ১ টি।(১) সুলতানপুর দারুল উলুম মাদ্রাসা,
৬)সকালের মক্তবঃ- ৫০টি
৭)বেসরকারী কিন্ডার গার্টেনঃ- ১২ টি
৬। মানব সম্পদ তথ্যঃ-
(১) ভূমি হীনঃ- ২০৩ টি পরিবার
(২) বয়স্ক ভাতা ভোগীঃ- ৬২৭ জন
(৩) বিধবা ভাতা ভোগীঃ- ১৪৬ জন
(৪) পঙ্গু ভাতা ভোগীঃ- ৭২ জন
(৫) সর্বমোট প্রতিবন্ধিঃ- ৪১৫ জন
(৬) দিন মজুরঃ- ১৮৯৫ জন
(৭) জেলেঃ- ৯১ টি পরিবার
(৮) কর্মকারঃ- ০৪ জন
(৯) কুটির শিল্পঃ- ০১ টি
(১০) রাজমিস্ত্রীঃ- ২০ জন
(১১) কাঠমিস্ত্রীঃ- ৩০ জন
(১২) টেইলারঃ- ৫০ জন
(১৩) ব্যবসায়ীঃ- ১২৫৯ জন
(১৪) চাকুরীজীবি(সরকারী ও বেসরকারী) ১১৪৫ জন
২
(১৫) প্রবাসে কর্মরতঃ- ২০৭৫
(১৬) প্রধান পেশাঃ-কৃষি
(১৭) বীর মুক্তিযোদ্ধাঃ- ৮০ জন
(১৮) সিনিয়র জেলা দায়রা জজঃ- ০২ জন
মোহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর অবঃ(সুলতানপুর), নুরুন নাহার ওসমানী অবঃ(শাহপুর)।
মো: শওকত আলী (M.A.L.L.B. DHAKA UNIVERSITY) ডেপুটি ডিরেক্টর মহিলা বিষয়ক অধিদপ্তর সাং- সুলতানপুর দক্ষিণ।
মাহমুদ শওকত আজাদ (MCIL.LLB.MBA. যুক্তরাজ্য) সাবেক সেনা, ব্রিটিশ আর্মি ও ব্রিটিশ আর্মি রয়েল সিগনালস সাং- সুলতানপুর দক্ষিণ।
মিসেস রুদমিলা আজাদ (ACCA চার্টার্ড একাউন্টেট BSC- MSC-UNITED KINGDOM-লিড কমার্শিয়াল এন্ড ফিনান্স স্পেশালিস্ট, আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়, যুক্তরাজ্য। সাং- সুলতানপুর দক্ষিণ
(১৯) আইনজীবিঃ- 13 জন। এডঃ মোঃ খোরশেদ আলম(শিলাউর), এডঃ সারোয়ার আলম(হাবলাউচ্চ), এডঃ দীন ইসলাম(হাবলাউচ্চ), এডঃ বশির উদ্দিন আহম্মদ(হাবলাউচ্চ), এডঃ ইসমাঈল মিয়া(শিলাউর), এডঃ সুধীর চন্দ্র ঘোষ(সুলতানপুর), এডঃ রিয়াজুল হক(উরশীউড়া), এডঃ খলিলুর রহমান(উত্তর জাঙ্গাল), এডঃ আনোয়ার হোসেন(দক্ষিণ জাঙ্গাল), এডঃ রফিকুল ইসলাম(সুলতানপুর), এডঃ শেখ এখলাছুর রহমান(হাবলাউচ্চ), এডঃ মোঃ সোহেল(হাবলাউচ্চ), এ্যাড: মোঃ ইফতেখার হোসেন, (শাহপুর)।
(২০) সহকারী আইনজীবিঃ- ০৬ জন
(২১) এম,বি,বিএস ডাক্তারঃ- ১৫ জন
ডাঃ ফরিদ উদ্দিন(সুলতানপুর, ডাঃ আছমা খানম(সুলতানপুর, ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ(সুলতানপুর), ডাঃ তারেক মাহবুব খান(শাহপুর), ডাঃ শামশেদ রব্বানী খান(শাহপুর, ডাঃ নজরুল ইসলাম(শাহপুর, ডাঃ আরশাদুল ইসলাম(শাহপুর), ডাঃ তানজিয়া আক্তার খানম, ডাঃ রওনাক জাহান মন্টি(শাহপুর), ডাঃ মোঃ জহিরুল ইসলাম(মহিউদ্দিননগর), ডাঃ মোঃ মহফিজ(মহিউদ্দিননগর), ডাঃ তানভির আহম্মদ(মহিউদ্দিননগর), ডাঃ শেখ আশরাফুল হক মারুফ(সুলতানপুর), ডাঃ আবুল কাসেম চৌধুরী(সুলতানপুর) ডাঃ শেখ সুলতানা হক হ্যাপী(সুলতানপুর)।
(২২) ইঞ্জিনিয়ার-০6 জন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম(মহিউদ্দিননগর), ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোর্শেদ রাব্বানী খান(শাহপুর), ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারেক নিয়াজ খান(শাহপুর), ইঞ্জিনিয়ার স্নিগ্ধা খানম(শাহপুর), ইঞ্জিনিয়ার আহমেদ শওকত আলভী(BSC,CIVIL-AU) সিভিল ইঞ্জিনিয়ার সুলতানপুর।
(২৩) সার্ভেয়ার (আমিন)ঃ-১০ জন।
শাহ আল হাদী আল কাদেরী(সুলতানপুর), মহিবুর রহমান ফরিদ(বিরামপুর), ওসমান মিয়া(উত্তর জাঙ্গাল), হোসেন আলী(উরশীউড়া), জসিম উদ্দিন(শিলাউর), নাজমুল খান(উত্তর জাঙ্গাল), আবু হানিফ(ঈশাননগর), আলমগীর মুন্সী(সুলতানপুর) শরীফুল ইসলাম মুন্সী(সুলতানপুর) এবং এডঃ রফিকুল ইসলাম(সুলতানপুর), এ্যাড: মোঃ ইফতেখার হোসেন, (শাহপুর)।
(২৪) ১ম শ্রেণীর ঠিকাদারঃ- ০৫ জন
(২৫) পল্লী চিকিৎসকঃ- ২৫ জন
(২৬) পশু চিকিৎসকঃ- ০১ জন
(২৭) সুলতানপুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র উদ্যোক্তা 02 জন 1, (সঞ্জয় দেবনাথ), বি,বি, এস, 2, জিল্লিয়াত বেগম, এল,এল,বি অধ্যায়নরত ।
(২৮) দলিল লেখক(মোহরার)t- ০৮ জন।
(২৯)নিকাহ্ রেজিস্টারার:- ০১ জন। সৈয়দ দেলোয়ার হোসেন(শিলাউর)।
৩
০৭। অবকাঠামো তথ্যঃ-
(১) পাকা রাস্তাঃ- ( সড়ক ও জনপথ) ০৬ কিঃমিঃ
(২) পাকা রাস্তাঃ- (এলজিইডি) ২৭ কিঃ মিঃ
(৩) কাচা রাস্তাঃ- ১০ কিঃ মিঃ (৪) মেঠো পথঃ- ২০ কিঃ মিঃ
(৫) মসজিদঃ-৫০ টি। ঈদগাহ মাঠঃ- ১২ টি। সুলতানপুর শাহী ঈদগাহ ময়দান(টানচক), মহিউদ্দিননগর ঈদগাহ মাঠ, টাঙ্গারপাড় ঈদগাহ মাঠ, সুলতানপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠ, উত্তর সুলতানপুর ঈদগাহ মাঠ, শাহপুর ঈদগাহ মাঠ। বিরামপুর দক্ষিণ ঈদগাহ মাঠ, বিরামপুর উত্তর ঈদগাহ মাঠ, হাবলাউচ্চ ঈদগাহ মাঠ, শিলাউর ঈদগাহ মাঠ, উরশীউড়া ঈদগাহ মাঠ, দক্ষিণ জাঙ্গাল ঈদগাহ মাঠ।
(৬) মাজারঃ-০৫ টি
(৭) মন্দিরঃ-০৩ টি
(৮) আশ্রমঃ-০৩ টি
(৯) মঠঃ-০২ টি
(১০) হাট-বাজারঃ- ০৮ টি। সুলতানপুর চক বাজার, বিরামপুর চক বাজার, শিলাউর চক বাজার, উরশীউড়া চক বাজার, উত্তর জাঙ্গাল মোড় সংলগ্ন মার্কেট, সুলতানপুর চৌমুহনী মার্কেট, পঞ্চবটি মার্কেট, মহিউদ্দিননগর বাসস্ট্যান্ড বাজার।
(১১) বাসস্ট্যান্ডঃ- ০৬ টি
উরশীউড়া জেল গেইট, উরশীউড়া (দঃ), উত্তর জাঙ্গাল-রাধিকা মোড়, সুলতানপুর চৌমুহনী, পঞ্চবটি, মহিউদ্দিননগর।
(১২) স’ মিলঃ- ০৬ টি
(১৩) রাইস মিলঃ- ০৮ টি
(১৪) ফিস্ ফিড্ মিলঃ- ০১ টি
(১৫) যুব উন্নয়ন কমপ্লেক্সঃ- ০১ টি
(১৬) ইউপি কমপ্লেক্স ভবনঃ- ০১ টি
(১৭) জেল খানাঃ- ০১ টি। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার(উরশীউড়া)।
(১৮) ডাকঘরঃ- ০২ টি। সুলতানপুর, হাবলাউচ্চ।
(১৯) ভূমি অফিসঃ- ০১ টি। সুলতানপুর।
(২০) গ্রামীণ ব্যাংকঃ- ০১ টি। সুলতানপুর।
(২১) ব্র্যাক ব্যাংকঃ- ০১ টি। দক্ষিণ জাঙ্গাল।
(২২) সেতু (সওজ)ঃ- ০৩ টি
(২৩) ইউপি সেতুঃ- ১১ টি
(২৪) কালভার্টঃ- ২০ টি ৪
(২৫) বক্স কালভার্টঃ- ২৫ টি
(২৬) পাকা ড্রেইনঃ- ০৯ টি
(২৭) রিটার্নিং ওয়ালঃ- ১৮ টি
(২৮) পোল্ট্রি ফার্ম (বৃহৎ)ঃ- ০২ টি। এবি পোল্ট্রি ফার্ম, রঙ্গ পোল্ট্রি ফার্ম।
(২৯) হ্যাচারীঃ- ০১ টি। মোল্লা হ্যাচারী এ্যান্ড বহুমুখী প্রকল্প।
(৩০) পেট্রোল পাম্পঃ- ২ টি।
০৮।কৃষি/সেচ তথ্যঃ-
(১) মোট জমির পরিমাণঃ- ৭৩৯৩ একর
(২) আবাদী জমির পরিমাণঃ- ৬১৩৬.১৯ একর
(৩) বসত বাড়ীঃ- ৪৯৮ একর
(৪) অনাবাদী পতিতঃ- ৭৫৮.৮১ একর
(৫) খাস জমিঃ- ২০০ একর
(৬) খালঃ- ১২ টি (২০ কিঃ মিঃ)
(৭) বিল/জল মহালঃ- ০৪ টি। দুগাঙ্গী বিল, সামা জোড়া বিল, দমকার বিল, বার আউলিয়ার জলমহাল।
(৮) শ্যালো মেশিনঃ- ২৫১ টি
(৯) গভীর নলকূপঃ- ০৫ টি
০৯।স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনঃ-
(১) কমিউনিটি ক্লিনিকঃ- ০৩ টি। উরশীউড়া কমিউনিটি ক্লিনিক, দক্ষিণ জাঙ্গাল কমিউনিটি ক্লিনিক, হাবলাউচ্চ কমিউনিটি ক্লিনিক।
(২) পরিবার কল্যাণ কেন্দ্রঃ- ০১ টি। সুলতানপুর।
(৩) ইউপিআই টিকা কেন্দ্রঃ- ২২ টি
(৪) স্যাটেলাইট কেন্দ্রঃ- ০৯ টি
(৫) পারিবারীক নলকূপঃ- ৬০০০+
(৬) স্যানেটারী পায়খানা ব্যবহারকারীঃ- ৯০%
১০।ধর্মঃ
(১) মুসলিম পরিবারঃ- ৫৭৮৫ জন
(২) হিন্দু পরিবারঃ- ৪৫০ টি ৫
১১। আবাসন/খানা তথ্যঃ- ২০১০ ইং সনে চেয়ারম্যান ফিরোজুর রহমান কর্তৃক ব্যক্তিগত উদ্যোগে সুলতানপুর ইউনিয়নের খানার তথ্য সুমারী অনুযায়ী।
১)মোট পরিবারঃ- ৬২৩৫ টি।
২) পাকা/আধা পাকা গৃহঃ- ২৬১২ টি। ৪২%
৩) টিনের ঘরঃ- ৩২৩৯ টি ৫২%
৪) ছাপরা ঘরঃ- ৩৮৪ টি ৬%
১২। শিক্ষার তথ্যঃ-
১) পঞ্চম শ্রেণী হইতে তদুর্ধঃ- ৬৬%
২) শিক্ষাগত যোগ্যতাঃ- পঞ্চম শ্রেণী হইতে দশম শ্রেনী পর্যন্ত ১১৮৯৭ জন
মাধ্যমিক ১৪১৫ জন
উচ্চ মাধ্যমিক ৯৪০ জন
স্নাতক ৩৯৬ জন
স্নাতকোত্তর ১২৩ জন
৬
১৩। বিভিন্ন সনে যাঁরা প্রেসিডেন্স/চেয়ারম্যান পদে অধিষ্টিত ছিলেন/আছেন
১) শ্রী কালী কুমার সেন..প্রেসিডেন্ট..(উরশীউড়া)..২০/৬/১৯২১ হইতে ১০/১১/১৯৩১
২) ,, অনঙ্গ মোহন ভট্টাচায্য.. ঐ.. (সুলতানপুর).. ১১/১১/১৯৩১ হইতে ০৭/১২/১৯৩৪
৩) ,, প্রতাপ চন্দ্র দত্ত ঐ ঐ ০৮/১২/১৯৩৪ হইতে ১৪/০৪/১৯৩৭
৪) ,, মানেন্দ্র লাল দত্ত ঐ ঐ ১৫/০৪/১৯৩৭ হইতে ১৪/০৪/১৯৪০
৫) ,, প্রতাপ চন্দ্র দত্ত ঐ ঐ ১৫/০৪/১৯৪০ হইতে ২৫/০২/১৯৪৭
৬) জনাব, শেখ আবদুল মালেক ঐ ঐ ২৬/০২/১৯৪৭ হইতে ২৫/১১/১৯৫২
৭) শ্রী প্রণয় ভূষণ বর্দ্ধন চেয়ারম্যান বিরামপুর ২৭/১১/১৯৫২ হইতে ১৯/০১/১৯৭১
২০/০১/১৯৭১ হইতে ১৯/০১/১৯৭৪ পর্যন্ত প্রশাসন কর্তৃক পরিচালিত
৮) ,, শেখ আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান সুলতানপুর ২০/০১/১৯৭৪ হইতে ২১/০৪/১৯৮৪
০৯) ,, শেখ মতিউর রহমান ঐ হাবলাউচ্চ ২২/০৪/১৯৮৪ হইতে ১৫/০৪/১৯৯৪
১০) ,, ফিরোজুর রহমান ঐ সুলতানপুর ১৬/০৪/১৯৯৪ হইতে চলমান
১৪। ১৯৩১ ইং হইতে ১৯৩৪ ইং পর্যন্ত যারা পঞ্চায়েত সদস্য/মেম্বার পদে ছিলেন
১) বাবু অনঙ্গ মোহন ভট্টাচার্য্য প্রেসিডেন্ট (সুলতানপুর)
২) পুলিন বিহারী বর্দ্ধন, বি,এ সদস্য (বিরাপুর)
৩) প্রতাপ চন্দ্র দত্ত ঐ (সুলতানপুর)
৪) মানেন্দ্র লাল দত্ত ঐ (ঐ)
৫) কৃষ্ণ সরকার ভট্টাচার্য্য ঐ (উরশীউড়া)
৬) সতীশ চন্দ্র চক্রবর্তী ঐ (শিলাউর)
৭) শেখ আবদাল মিয়া ঐ (সুলতানপুর)
৮) মুন্সী আবদুল জব্বার ঐ (শাহপুর)
৯) মহিম চন্দ্র কপালী ঐ (হাবলাউচ্চ)
৭
১৫। ১৯৩৪ ইং হইতে ১৯৩৭ ইং পর্যন্ত যারা পঞ্চায়েত সদস্য/মেম্বার পদে ছিলেন
১। শ্রী প্রতাপ চন্দ্র দত্ত প্রেসিডেন্ট (সুলতানপুর)
২) শ্রী হেম চন্দ্র বর্দ্ধন সদস্য (বিরামপুর)
৩) ,, সচ্চিদা চন্দ্র বর্দ্ধন ঐ (ঐ)
৪) ,, সুরেশ চন্দ্র দাস ঐ (উরশীউড়া)
৪) ,, ইন্দ্র কুমার ভট্টাচার্য্য ঐ (ঐ)
৭) ,, রাম কানাই রায় ঐ (সুলতানপুর)
৮) জনাব আব্দুল করিম মুন্সি ঐ (ঐ)
৯) ,, মনির উদ্দিন কারী ঐ (বিরামপুর)
১৬। ১৯৩৭ ইং হইতে ১৯৪০ ইং পর্যন্ত সনে যারা পঞ্চায়েত সদস্য/মেম্বার পদে ছিলেন
১) শ্রী মানেন্দ্র লাল দত্ত প্রেসিডেন্ট (সুলতানপুর)
২) জনাব, আবদুছ ছালাম মিয়া ভাইস প্রেসিডেন্ট (শিলাউর)
৩) শ্রী হারান চন্দ্র নমঃ শুদ্র সদস্য (উরশীউড়া)
৪) ,, চন্দ্র কুমার ভট্টাচার্য্য ঐ (ঐ)
৫) জনাব, শেখ আবদুল মালেক মিয়া ঐ (সুলতানপুর)
৬) ,, আলেখ হোসেন ভূইয়া ঐ (সুলতানপুর)
৭) শ্রী মুকুন্দ চন্দ্র দাস ঐ (রাজকৃষ্ণপুর)
৮) ,, হরমনি চন্দ্র মল্লিক ঐ (শিলাউর)
৮
১৭। ১৯৪০ ইং হইতে ১৯৪৭ ইং পর্যন্ত সনে যারা পঞ্চায়েত সদস্য/মেম্বার পদে ছিলেন
১) শ্রী প্রতাপ চন্দ্র দত্ত প্রেসিডেন্ট (সুলতানপুর)
২) ,, সদিচ্ছা চন্দ্র বর্দ্ধন সদস্য (বিরামপুর)
২) জনাব আলেক হোসেন ঐ (সুলতানপুর)
৩) শ্রী মুখন্দ দাস ঐ (রাজকৃষ্ণপুর)
৪) ,, সুরেশ চন্দ্র ভট্টাচার্য্য ঐ (উরশীউড়া)
৫) জনাব আবদুছ ছালাম মিয়া ঐ (শিলাউর)
৬) বাবু সুরাজ কুমার ভট্টাচার্য্য ঐ (উরশীউড়া)
৭) শ্রী হারান চন্দ্র নমঃ শুদ্র ঐ (শিলাউর)
৮) জনাব শেখ আবদাল মিয়া ঐ (সুলতানপুর)
১৮। ১৯৪৭ ইং হইতে ১৯৫২ ইং পর্যন্ত সনে যারা পঞ্চায়েত সদস্য/মেম্বার পদে ছিলেন
১) জনাব, শেখ আবদুল মালেক মিয়া প্রেসিডেন্ট (সুলতানপুর)
২) শ্রী কমলা রঞ্জন ভট্টাচার্য্য সদস্য (বিরামপুর)
৩) জনাব আবদুছ ছালাম মিয়া ঐ (শিলাউর)
৪) শ্রী শ্রীষ চন্দ্র ধোপী ঐ (উরশীউড়া)
৫) ,, কৃপাকর দাস ঐ (রাজকৃষ্ণপুর)
৬) জনাব আহম্মদ আলী মুন্সি ঐ (সুলতানপুর)
৭) শ্রী মহিম চন্দ্র ভৌমিক ঐ (হাবলাউচ্চ)
৮) ,, চিত্ততোষ বর্দ্ধন ঐ (বিরামপুর)
৯) ,, রামকানাই রায় ঐ (সুলতানপুর)
৯
১৯। ১৯৫২ ইং হইতে ১৯৫৭ ইং পর্যন্ত সনে যারা চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন
১) শ্রী প্রণয় ভূষণ বর্দ্ধন চেয়ারম্যান (বিরামপুর)
২) জনাব সৈয়দ আবুল ফাত্তাহ্ সদস্য (শিলাউর)
৩) ,, মোঃ রৌশন আলী মিয়া ঐ (ঈশাননগর)
৪) ,, ছায়েব আলী মিয়া ঐ (উরশীউড়া)
৫) ,, আব্দুর রশিদ মিয়া ঐ (বিরামপুর)
৬) শ্রী সুশীল চন্দ্র দেব ঐ (সুলতানপুর)
৭) জনাব শেখ আবদুল মালেক ঐ (ঐ)
৮) ,, খোরশিদ মিয়া ঐ (ঐ)
৯) ,, আবদুল অহিদ মিয়া ঐ (মহিউদ্দিন নগর)
২০। ১৯৫৮ ইং হইতে ১৯৬৩ ইং পর্যন্ত সনে যারা চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন
১) শ্রী প্রণয় ভূষণ বর্দ্ধন চেয়ারম্যান (বিরামপুর)
২) ,, হলধর চন্দ্র ভৌমিক সদস্য (সুলতানপুর)
৩) ,, হিরেন্দ্র চন্দ্র দাস ঐ (উরশীউড়া)
৪) ,, রাজ্যেশ্বর দেব ঐ (সুলতানপুর)
৫) জনাব করম আলী ঐ (শিলাউর)
৬),,মোহাম্মদ আলী ঐ (হাবলাউচ্চ)
৭) ,, নবীবুর রহমান ঐ (বিরামপুর)
৮) ,, শেখ আবদুল মালেক মিয়া ঐ (সুলতানপুর)
৯) ,,আলী আহম্মদ মিয়া ঐ (সুলতানপুর)
১০),, আবদুল বারী মিয়া ঐ (মহিউদ্দিননগর)
১১),, আবুল কাশেম ঐ (শাহপুর) মৃত্যু ২৯/১১/১৯৬২ স্থলাবিষিক্তঃ- একেএম মাসুদ খান (শাহপুর)
১২) ,, সৈয়দ আওলাদ হোসেন ঐ (শিলাউর)
১০
২১। ১৯৬৪ ইং হইতে ১৯৭১ ইং পর্যন্ত সনে যারা চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন
১) শ্রী প্রণয় ভূষণ বর্দ্ধন চেয়ারম্যান (বিরামপুর)
২)জনাবআবদুল গণি মুন্সি সদস্য (সুলতানপুর)
৩) ,, সৈয়দ আওলাদ হোসেন ঐ (শিলাউর)
৪) ,, এ,কে,এম, মাসুদ খান ঐ (শাহপুর)
৫) ,, আবদুল কুদ্দুস ঐ (দক্ষিণ জাঙ্গাল)
৬) শ্রী হলধর চন্দ্র ভৌমিক ঐ (সুলতানপুর)
৭)জনাব,আজিজুর রহমান ঐ (বিরামপুর)
৮) ,, আব্দুল হাকিম মিয়া ঐ (সুলতানপুর)
৯) ,, ছায়েবআলী মিয়া ঐ (উরশীউড়া)
২২। ১৯৭৪ ইং হইতে ১৯৭৮ ইং পর্যন্ত সনে যারা চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন
১) জনাব শেখ আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান (সুলতানপুর)
২) ,, সৈয়দ আবদুল নূর ভাইস চেয়ারম্যান (শিলাউর)
৩),, শাহিদ খান সদস্য (সুলতানপুর)
৪),, মোখলেছুর রহমান ঐ (দক্ষিণ জাঙ্গাল)
৫),, আবদুর রহমান ঐ (বিরামপুর)
৬),, শামসু মিয়া সদস্য (শিলাউর)
৭),, আবুল কাশেম ঐ (ঈশাননগর)
৮),, ফজলুর রহমান ঐ (মহিউদ্দিননগর)
৯),, জহির উদ্দিন আহম্মদ ঐ (উরশীউড়া)
১০) ,, ইয়াকুব মুন্সি ঐ (সুলতানপুর)
১১) শ্রী জিতেন্দ্র চন্দ্র দাস ঐ (সীতাসার)
১১
২৩। ১৯৭৯ ইং হইতে ১৯৮৪ ইং পর্যন্ত সনে যারা চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন
১) জনাব শেখ আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান (সুলতানপুর)
২) ,, জমিদার মিয়া সদস্য (ঐ)
৩) ,, আবদুছ ছোবহান খাঁ ঐ (বিরামপুর)
৪) ,, মারফত আলী ঐ (ঐ)
৫) ,, মালু মিয়া চৌধুরী ঐ (ঐ)
৬) ,, মোখলেছুর রহমান ঐ (দঃ জাঙ্গাল)
৭) ,, মুক্তল হোসেন খান ঐ (সুলতানপুর উঃ)
৮। ,, মঙ্গল মিয়া ঐ (ঐ)
৯। শ্রী জিতেন্দ্র চন্দ্র দাস ঐ (সীতাসার)
১০। জনাব মিজানুর রহমান ঐ (যুক্কারপাড়)
১১। জনাবা শাহিদা খাতুন মনোনীত মহিলা সদস্য (সুলতানপুর)
২৪। ১৯৮৪ ইং হইতে ১৯৮৯ ইং পর্যন্ত সনে যারা চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১) জনাব, শেখ মতিউর রহমান চেয়ারম্যান (হাবলাউচ্চ)
২) ,, কাজী গিয়াস উদ্দিন সদস্য (শিলাউর)
৩) ,, জসিম উদ্দিন আহম্মদ ঐ (ঐ)
৪) ,, আবদুছ ছোবহান খাঁ ঐ (বিরামপুর)
৫) ,, মোখলেছুর রহমান ঐ (দক্ষিণ জাঙ্গাল)
৬) ,, আবুল হাশেম ঐ (উরশীউড়া)
৭) ,, আক্তার হোসেন ঐ (ঐ)
৮) ,, ইউনুছ ভূইয়া ঐ (সুলতানপুর)
৯) ,, সোলেয়মান মিয়া ঐ (হালকাটা)
১০) শ্রী স্বরাজ দাস ঐ (সীতাসার)
১২
২৫। ১৯৮৯ ইং হইতে ১৯৯৪ ইং পর্যন্ত সনে যারা চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১) জনাব, শেখ মতিউর রহমান চেয়ারম্যান (হাবলাউচ্চ)
২) ,, আবুল কাশেম সদস্য (ঈশাননগর)
৩) ,, আব্দুছ ছোবহান খাঁ ঐ (বিরামপুর)
৪) ,, আবুল ফয়েজ ঐ (শিলাউর)
৫) ,, মোখলেছুর রহমান ঐ (দক্ষিণ জাঙ্গাল)
৬) ,, আবুল হাশেম ঐ (উরশীউড়া)
৭) ,, এনামুল হক ঐ (ঐ)
৮) ,, ফজলুল হক ঐ (মহিউদ্দিননগর)
৯) ,, আবদুল ওহাব খান ঐ (শাহপুর)
১০) ,, সোলেয়মান মিয়া ঐ (হালকাটা)
১১) ,, শাহিদা বেগম মনোনীত মহিলা সদস্য (সুলতানপুর)
১২) ,, সুরাইয়া বেগম ঐ (সুলতানপুর)
১৩) ,, আনোয়ারা বেগম ঐ (শিলাউর)
২৬। ১৯৯৪ ইং হইতে ১৯৯৮ ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১। জনাব ফিরোজুর রহমান চেয়ারম্যান (সুলতানপুর)
২। ,, আবুল ফয়েজ সদস্য (শিলাউর)
৩),, আবুল খায়ের ঐ (শিলাউর)
৪),, আবুল হোসেন সরকার ঐ (বিরামপুর)
৫),, কিরণ মিয়া ঐ (উরশীউড়া)
৬),, আজিজুর রহমান ঐ (উরশীউড়া)
৭),, ফরহাদ উদ্দিন আহমেদ ঐ (দক্ষিণ জাঙ্গাল)
৮),, আলমগীর হোসাইন ঐ (দক্ষিণ সুলতানপুর)
৯),, সহিদুল ইসলাম ঐ (ঐ)
১০),, আবদুল হান্নান ঐ (মহিউদ্দিননগর)
১১)জনাবা, আশেদা বেগম মনোনীত মহিলা সদস্য (বিরামপুর)
১২),, শাহিদা বেগম ঐ (সুলতানপুর)
১৩),, সুরাইয়া বেগম ঐ (ঐ) ১৩
২৭। ১৯৯৯ ইং হইতে ২০০৪ ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১) জনাব ফিরোজুর রহমান চেয়ারম্যান (সুলতানপুর)
২) ,, কিরণ মিয়া সদস্য (উরশীউড়া)
৩) ,, হাবিবুর রহমান ঐ (উত্তর জাঙ্গাল)
৪) ,, আবুল কাশেম ঐ (উত্তর সুলতানপুর)
৫) ,, মাহফুজ মিয়া ঐ (দক্ষিণ সুলতানপুর)
৬) ,, আবদুল কুদ্দুছ ঐ (মহিউদ্দিননগর)
৭),, বজলুর রহমান ঐ (শাহপুর)
৮),, হোসেন মিয়া ঐ (বিরামপুর)
৯),, ফখরুল ইসলাম ঐ (হাবলাউচ্চ)
১০),, আবুল খায়ের ঐ (শিলাউর)
১১)জনাবা, কবিতা রানী ভট্টাচার্য্য সংরক্ষিত মহিলা সদ্স্য (উরশীউড়া)
১২),, শাহিদা বেগম ঐ (সুলতানপুর)
১৩),, আনোয়ারা বেগম ঐ (শিলাউর)
২৮। ২০০৪ ইং হইতে ২০১০ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১) জনাব ফিরোজুর রহমান চেয়ারম্যান (সুলতানপুর)
২) ,, কিরণ মিয়া সদস্য (উরশীউড়া)
৩) ,, ইব্রাহিম মিয়া ঐ (উত্তর জাঙ্গাল)
৪) ,, মঙ্গল মিয়া ঐ (উত্তর সুলতানপুর)
৫) ,, মোশারফ হোসেন ঐ (দক্ষিণ সুলতানপুর)
৬),, বিল্লাল হোসেন চৌধুরী ঐ (যুক্কারপাড়)
৭),, বজলুর রহমান ঐ (শাহপুর)
৮),, আলম ভূইয়া ঐ (বিরামপুর)
৯),, আতিকুল ইসলাম ঐ (হাবলাউচ্চ)
১০),, আবুল খায়ের ঐ (শিলাউর)
১১)জনাবা, কবিতা রানী ভট্টাচার্য্য সংরক্ষিত মহিলা সদ্স্য (উরশীউড়া)
১২),, সাজেদা ইসলাম ঐ (শাহপুর)
১৩),, ইসরাত জাহান ঐ (বিরামপুর) ১৪
২৯। ২০১১ ইং হইতে চলমান পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে আছেন।
১) জনাব ফিরোজুর রহমান চেয়ারম্যান (সুলতানপুর)
২) ,, কিরণ মিয়া সদস্য (উরশীউড়া)
৩) ,, আরফিন খান ঐ (দঃ জাঙ্গাল)
৪) ,, আবুল কাশেম ঐ (উঃ সুলতানপুর)
৫),, সহিদুল ইসলাম ঐ (দঃ সুলতানপুর)
৬),, আবদুল হান্নান ঐ (মহিউদ্দিননগর)
৭),, আবুল হোসেন (আবদুল হান্নানের মৃত্যুর পর উপ নির্বাচনের সদস্য) (মহিউদ্দিননগর)
৮),, বজলুর রহমান সদস্য (শাহপুর)
৯),, হোসেন মিয়া ঐ (বিরামপুর)
১০),, জসিম ভূইয়া ঐ (হাবলাউচ্চ)
১১),, আবুল খায়ের ঐ (শিলাউর)
১২),, কবিতা রানী ভট্টাচার্য্য ঐ (উরশীউড়া)
১৩),, সালেহা বেগম ঐ (শিলাউর)
১৪),, জুলেখা বেগম ঐ (হালকাটা)
৩০। বিভিন্ন সময়ে যারা সেক্রেটারী তথা সচিব পদে যারা কর্মরত ছিলেন/আছেন।
১) বাবু ধীরেন্দ্র লাল দত্ত (সুলতানপুর)
২) জনাব ওসমান গণি (ফুলবাড়িয়া)
৩) ,, আবু ছিদ্দিক ভূইয়া (বিরামপুর)
৪) ,, শাহজাহান ঢালি (ভাদুঘর)
৫) শ্রী সঞ্জিত লাল সাহা (ব্রাহ্মণবাড়িয়া।)
১৫
৩১। বিভিন্ন সময়ে যারা দফাদার/চৌকিদার পদে ছিলেন/আছেন। (১৯৩০ সন হইতে বর্তমান পর্যন্ত)
১)শ্রী উপেন্দ্র চন্দ্র ধোপী দফাদার (সুলতানপুর) (১৯৩০ সন হইতে ১৯৪১ পর্যন্ত)
১) জনাব মালু মিয়া দফাদার (সুলতানপুর) (১৯৫৫ সন হইতে ১৯৫৮ পর্যন্ত)
২) শ্রী সুরেশ চন্দ্র মালাকার চৌকিদার (বিরামপুর)
৩) ,, অনঙ্গ মোহন সরকার (ঐ) (শিলাউর)
৪) ,, দেবেন্দ্র চন্দ্র শুক্ল দাস (ঐ) (উরশীউড়া)
৫),, অমিত চন্দ্র দে (ঐ) (সুলতানপুর)
৭) শ্রী রৌহিনী কুমার দাস (দফাদার) (ঐ)
৬) জনাব টেকু মিয়া (ঐ) (ঐ) (১৯৬১ সন হইতে ১৯৮০)
৮) ,, বীরেন্দ্র কপালী (ঐ) (বিরামপুর)
১১) ,, আলাবুদ্দিন চৌকিদার (সুলতানপুর)
১২) শ্রী অমর চান ভৌমিক (ঐ) (ঐ)
১৩) ,, লাল মোহন মালাকার (ঐ) (বিরামপুর)
১৪) জনাব সদাগর মিয়া (ঐ) (শিলাউর)
১৫) ,, মস্তু মিয়া (ঐ) (সুলতানপুর)
১৬) ,, মোহাম্মদ আলী (ঐ) (পাতৈরহাতা)
১৭) ,, খোরশিদ মিয়া (ঐ) (সুলতানপুর)
১৮) শ্রী গৌরাঙ্গ রায় (ঐ) (ঐ)
১৯) জনাব শিশু মিয়া দফাদার (সুলতানপুর)
২০) ,, আবুল কাশেম চৌকিদার (ঐ)
২১) ,, মিজান মিয়া (ঐ) (শিলাউর)
২২) ,, আবুল হাশিম (দফাদার) (ঐ) বর্তমানে কর্মরত দফাদার
২৩) শ্রী রঞ্জন মালাকার (গ্রাম পুলিশ) (বিরামপুর) বর্তমানে কর্মরত
২৪) জনাব ফুল মিয়া (ঐ) (শিলাউর) বর্তমানে কর্মরত
২৫) ,, মামুন মিয়া (ঐ) (হালকাটা) বর্তমানে কর্মরত
২৬) ,, হাছান মিয়া (ঐ) (পাতৈরহাতা) বর্তমানে কর্মরত
২৭) ,, মনোয়ারা বেগম (ঐ) (সুলতানপুর) বর্তমানে কর্মরত
১৬
৩২। খ্যাতিমান/বিশিষ্ট ব্যক্তিবর্গের নামঃ-
১) শ্রী কালী কুমার সেন (উরশীউড়া), সুলতানপুর ইউনিয়নের সর্বপ্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন(১৯২১ ইং)
২) শ্রী অনঙ্গ মোহন ভট্টাচার্য্য(সুলতানপুর)তিনি ১৯৩১ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৩) শ্রী প্রতাপ চন্দ্র দত্ত(সুলতানপুর)তিনি ১৯৩৪ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৪) শ্রী মানেন্দ্র লাল দত্ত(সুলতানপুর)তিনি ১৯৩৭ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৫) জনাব, শেখ আবদুল মালেক(সুলতানপুর) তিনি ১৯৪৭ সনে সুলতানপুর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৬) শ্রী প্রণয় ভূষণ বর্দ্ধন(বিরামপুর) তিনি ১৯৫২ সনে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
৭) জনাব, এডঃ শেখ আনোয়ারুল ইসলাম বি,এ,অনার্স এম,এ,এলএলবি(সুলতানপুর) তিনি ১৯৭৪ সনে সুলতানপুর ইউনিয়নের
চেয়ারম্যান নির্বাচিত হন।
৮) জনাব, শেখ মতিউর রহমান(হাবলাউচ্চ) তিনি ১৯৮৪ সনে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
৯) জনাব, ফিরোজুর রহমান(সুলতানপুর) তিনি ১৯৯৪ সনে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি লায়ন্সের গভর্ণর, এফএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক, লায়ন ফিরোজুর
রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজ একাডেমী প্রতিষ্ঠাতা, এবং বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক হিসাবে খ্যাতি অর্জন করেন।
সুলতানপুর ইউনিয়নের পর পর চার বার চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
১০) শ্রী রাম কানাই দত্ত (সুলতানপুর)ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত বিদ্যা পীঠ রাম কানাই হাই একাডেমী প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া
উকিল লাইব্রেরী এবং সুলতানপুর হাই স্কুলের এবং প্রাইমারী স্কুলের ভূমি দান করেন।
১১) ,, আন্দি রাম চৌধুরী (সুলতানপুর) তাহাঁরসমাধির উপর সুলতানপুরে বিখ্রাত মঠ স্থাপিত হয়।
১২) ,, মনমোহন বর্দ্ধন (বিরামপুর) ব্রিটিশ আমলে একজন বিখ্রাত উকিল ছিলেন।
১৩) ,, নরেন্দ্র লাল দত্ত (হাবলাউচ্চ) তিনি হাবলাউচ্চ প্রাইমারী ও হাই স্কুলের ভূমি দান করেন। এবং আশ্রম প্রতিষ্ঠা করেন।
তিনি চিরকুমার সন্ন্যাসী ছিলেন।
১৪) জনাব আবদুল বারী (গার্ড সাহেব) শাহপুর, তিনি ১৯১৭ সনে এন্ট্রান্স পাশ করেন। তিনি শাহপুর প্রাইমারী স্কুলের ভূমি দান
করেন।
১৫) শ্রী বিনয় ভূষণ বর্দ্ধন (বিরামপুর) তিনি ব্রিটিশ আমলে কলকাতা হাই কোর্টের উকিল ছিলেন।
১৬) ,, ডাঃ কুসুম কুমার চক্রবর্তী(শিলাউর) তিনি স্বনামখ্যাত এমবিবিএস ডাক্তার ছিলেন।
১৭) ,, পিতাম্বর দত্ত(সুলতানপুর) তিনি পূজা অর্চনার জন্য নাচ্-মন্দির স্থাপন করে ছিলেন।
১৭
১৮) শ্রী বকুল পাল (উরশীউড়া) উরশীউড়া কালীচান সন্ন্যাসীর আশ্রমের ভূমি দান করেন।
১৯) জনাব শাহ সুফি মুন্সী আবদুল জব্বার (শাহপুর) তিনি ৪০ বৎসর যাবৎ শাহপুর জামে মসজিদে খতিব ছিলেন।
২০) ,, শেখ আবদাল মিয়া (সুলতানপুর) তিনি একজন শ্রেষ্ঠ সার্ভেয়ার (আমিন) এবং বিশিষ্ট সালিশ ছিলেন।
২১) ,, শাহ নাঈম উদ্দিন আল কাদেরী ওরফে শাহ সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ ও কাদেরীয়া তরিকা পীর হিসাবে তদানিন্তন ত্রিপুরা, সিলেট,
ময়মনসিংহ ও ঢাকা জেলায় খ্যাতিমান ছিলেন।
২২) ,, কালা গাজী খাঁ ও আলী আকবর খাঁ প্রায় ৪০০ শত বৎসর পূর্বে সুলতানপুর পুরাতন জামে মসজিদ সুলতানী আমলের আদলে এক
গম্ভুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন।
২৩) ,, আবদুল গণি মুন্সী (সুলতানপুর) ১৯৫৬ সালে তদানিন্তন পূর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদের এমএলএ নির্বাচিত হন। তিনি একজন
বিখ্যাত উকিল ছিলেন।
২৪) শ্রী ননি চন্দ্র চক্রবর্তী (শিলাউর) শিলাউর প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দান করেন। তিনি ব্রাহ্মচারী ঠাকুর ছিলেন।
২৫) জনাব আবদুল হাকিম মিয়া (সুলতানপুর) সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সেক্রেটারী হিসাবে তিনি বহু কাল নির্বাচিত
ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজ সেবক ছিলেন।
২৪) ,, খোরশেদ মিয়া (সুলতানপুর) সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে স্বনাম ধন্য শিক্ষক ছিলেন। এবং
গ্রামের বিশিষ্ট সালিশ ছিলেন।
২৫) ,, সৈয়দ আবুল ফাত্তাহ্ (শিলাউর) তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুলে প্রধান শিক্ষক ও একজন শিক্ষানুরাগী
ব্যক্তি ছিলেন।
২৬) ,, মোখলেছুর রহমান (দক্ষিণ জাঙ্গাল) তিনি বিশিষ্ট সমাজ সেবক ও সালিশ এবং ইউনিয়নের সদস্য ছিলেন।
২৭) ,, ফেরদৌস আলম ভূইয়া (বিরামপুর) তিনি একজন রাজনৈতিক বক্তা হিসাবে খ্যাতি লাভ করেন।
২৮) ,, শেখ শফিকুল ইসলাম (সুলতানপুর) গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। তিনি উত্তর সুলতানপুর
দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন।
২৯) ,, ডঃ আবদুর রউফ(সুলতানপুর)তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।
৩০) ,, ডঃ আবদুল খালেক চৌধুরী (সুলতানপুর) তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।
৩১) ,, ডাঃ নুরুল হক (সুলতানপুর) স্বনাম ধন্য পল্লী চিকিৎসক ও ফুটবল খেলার পরিচালক হিসাবে খ্যাতি লাভ করেন।
৩২) ,, আশরাফ আলী বেপারী (মহিউদ্দিননগর) বিশিষ্ট ব্যবসায় হিসাবে এলাকায় খ্যাতি লাভ করেন।
১৮
সুলতানপুর ইউনিয়ন পরিষদ
কে কতবার সদস্য/সদস্যা পদে নির্বাচিত হন।
সনঃ- ১৯৯৪ হইতে চলমান পর্যন্ত।
ক্র: নং |
সদস্য/সদস্যার নাম |
গ্রাম |
কতবার নির্বাচিত |
সর্বমোট |
মন্তব্য |
১ |
জনাব, কিরণ মিয়া |
উরশীউড়া |
৪ |
৫ |
|
২ |
,,আজিজুর রহমান |
ঐ |
১ |
|
|
৩ |
কবিতা রানী ভট্টচার্য্য |
ঐ |
৩ |
৩ |
|
৪ |
জনাব, ফরহাদ উদ্দিন |
দঃ জাঙ্গাল |
১ |
|
|
৫ |
,,হাবিবুর রহমান |
উঃ জাঙ্গাল |
১ |
|
|
৬ |
,,ইব্রাহিম মিয়া |
ঐ |
১ |
|
|
৭ |
,, আরফিন খান |
ঐ |
১ |
|
|
৮ |
জনাবা, শাহিদা বেগম |
উঃ সুলতানপুর |
২ |
৫ |
|
৯ |
,, সুরাইয়া বেগম |
ঐ |
১ |
|
|
১০ |
জনাব আবুল কাশেম |
ঐ |
২ |
২ |
|
১১ |
,, মঙ্গল মিয়া |
ঐ |
১ |
৩ |
|
১২ |
,, আলমগীর হোসেন |
দঃ সুলতানপুর |
১ |
|
|
১৩ |
,, সহিদুল ইসলাম |
ঐ |
২ |
২ |
|
১৪ |
,, মোশারফ হোসেন |
ঐ |
১ |
|
|
১৫ |
,, মাহফুজ মিয়া |
ঐ |
১ |
|
|
১৬ |
,, আবদুল হান্নান |
মহিউদ্দিননগর |
১ |
|
|
১৭ |
,, আবদুল কুদ্দুছ |
ঐ |
১ |
|
|
১৮ |
,, হান্নান মিয়া |
ঐ |
১ |
|
মৃত্যু |
১৯ |
,, আবুল হোসেন |
ঐ |
১ |
|
মৃতের পরিবর্তে |
২০ |
,, বিল্লাল হোসেন চৌধুরী |
যুক্তার পাড় |
১ |
|
|
২১ |
,, বজলুর রহমান |
শাহপুর |
৩ |
|
|
২২ |
জনাবা শাজেদা ইসলাম |
ঐ |
১ |
|
|
২৩ |
,, জুলেখা বেগম |
হালকাটা |
১ |
|
|
২৪ |
জনাব আবুল হোসেন সরকার |
বিরামপুর |
১ |
|
|
২৫ |
জনাবা আশেদা বেগম |
ঐ |
১ |
|
|
২৬ |
জনাব হোসেন মিয়া |
ঐ |
২ |
|
|
২৭ |
,, আলম ভূইয়া |
ঐ |
১ |
|
|
২৮ |
জনাব ইসরাত জাহান |
ঐ |
১ |
|
|
২৯ |
জনাব ফখরুল ইসলাম |
হাবলাউচচ |
১ |
|
|
৩০ |
,, আতিকুল ইসলাম |
ঐ |
১ |
|
|
৩১ |
,, জসিম ভূইয়া |
ঐ |
১ |
|
|
৩২ |
,, আবুল খায়ের |
শিলাউর |
৪ |
৪ |
|
৩৩ |
,, আবুল ফয়েজ |
ঐ |
১ |
|
|
৩৪ |
জনাবা আনোয়ারা বেগম |
ঐ |
১ |
|
|
সুলতানপুর একটি গ্রামের নাম-সুলতানপুর একটি ইউনিয়নের নাম
সমতট অঞ্চলের বর্তমান তিতাস পাড়ে, হাজার বছর পূর্বে অথৈ জলরাশির মধ্যে যে কয়টি অঞ্চল ভেসে উঠে ছিল সুলতানপুর গ্রামটি তারই একটি। ক্রমান্বয়ে ভেসে উঠা চর হয়ে উঠে সুজলা সুফলা।
এমন সুন্দর চরটিতে আস্তে আস্তে বসতি গড়ে উঠে। বসতি স্থাপনকারীরা বেশির ভাগ ধনী ছিল। সুলতানপুর গ্রামের আনাচে কানাচে ইট-পাথরের অট্টালিকার ধ্বংশাবশেষ ইহার সাক্ষ্য বহন করে। এখানে বসতি স্থাপনকারীরা কষ্টি পাথরের মূর্তি স্থাপন করেছিল। বিগত ২০০৮ ইং সনে স্থানীয় মঙ্গল মেম্বারে পুকুর খননের সময় প্রায় সাত মন ওজনের কষ্টি পাথরের মহাদেব মূর্তি পাওয়া গিয়াছে।
বাংলাদেশে এ পর্যন্ত পাওয়া মূর্তিগুলির মধ্যে এটাই বৃহৎ । এই মূর্তিটি কুমিল্লা যাদুঘরে সংরক্ষিত হয়েছে। এছাড়াও স্বর্ণ ও মূর্তির ভাঙ্গা অংশ পাওয়া গিয়াছে। প্রবীণগণের কাছে জানা যায় এখানে অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি কোচ্ সম্প্রদায়ের বসতি ছিল। শতশত বৎসরে বিবর্তনে ঐ সমস্ত জাতি গোষ্ঠি এক সময় বিলীন হয়ে যায়। তৎপর বিভিন্ন প্রাচীন বসতি অঞ্চল থেকে ছেড়ে আসা লোকজন নতুন করে আবার বসতি স্থাপণ শুরু করে। ক্রমান্বয়ে আশ পাশের এলাকাও ভরাট হতে থাকে আর ঐ নতুন ভরাট অঞ্চলগুলিতে বসতি স্থাপন শুরু হয়। ঐ সমস্ত প্রাচীন জনপদের পরিচিতি বা নাম কী ছিল জানা যায় না।
সুলতানী আমলে এই জনপদটির নাম সুলতানপুর হয়েছে বলে প্রবীনেরা অভিমত প্রকাশ করেন। সুলতানী আমলেই এখানে মুসলিম সমাজ গড়ে উঠতে থাকে । সুলতানপুর জামে মসজিদটি প্রায় ৪০০ বৎসর পূর্বে নির্মিত হয়ে ছিল।
যখন ব্রিটিশ দখলকারীরা কিছু গ্রাম মিলিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করতে থাকে তখন বৃহৎ গ্রাম হিসাবে বড় সুলতানপুর কে কেন্দ্র করে সুলতানপুর ইউনিয়ন পরিষদ গঠন করে আর এই ইউনিয়নের সাথে যুক্ত হয় পাশাপাশি পাতৈরহাতা, উরশীউড়া, শিলাউর, হাবলাউচ্চ এবং বিরামপুর মৌজা।
সমতট অঞ্চলের সুলতানপুর গ্রামটি ত্রিপুরা রাজ্যের অন্তর্ভূক্ত ছিল। এবং সরাইল পরগনার অধীন ছিল। ১৯৪৭ দেশ বিভাগের পর সুলতানপুর গ্রামটি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত হয়। কিন্তু লেখালেখিতে জেলা ত্রিপুরা লেখা হত। ১৯৬৩ সনে ত্রিপুরা স্থলে জেলা কুমিল্লা লেখা শুরু হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা ডিস্ট্রিক বোর্ড রাস্তা সুলতানপুর ইউনিয়নের পাতৈরহাতা উরশীউড়া এবং সুলতানপুর গ্রামের উপর দিয়ে ব্রিটিশ আমলেই নির্মিত হয়েছিল। পরবর্তীতে ১৯৬২-১৯৬৩ সনে উক্ত ডিস্ট্রিক বোর্ড রাস্তাটিকে কেন্দ্র করে। সড়ক ও জনপদ বিভাগ পাকা রাস্তা নির্মাণ করে যাহা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়ক নামে পরিচিত। বর্তমানে সুলতানপুর হইতে আখাউড়া হইয়া ভারতের আগর তলা পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ হয়েছে যাহা দ্বারা কলকাতা আগরতলা পর্যন্ত বাস ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল করে থাকে ।