Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুলতানপুর ইউপি ২০১৫-২০১৬ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন জনাব ফিরোজুর রহমান ওলিও।
বিস্তারিত

সুলতানপুর ইউনিয়নে বতিক্রমধর্মী উন্মুক্ত বাজেট সভা এলাকাবাসীর স্বতস্ফহর্থ অংশগ্রহণ

সম্মিলিতভাবে সুলতানপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবসময়ই নিবেদিত থাকবো

                         -- লায়ন ফিরোজুর রহমান ওলিও

 

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৯৮ লক্ষ২১ হাজার ৭ শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়য়নবাসীর উপস্থিতিতে ব্যতিক্রমী ভাবে উন্মুক্ত বাজেট সভার মাধমে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন ইউনিয়নের ৪ বারের নির্বাচিত ইউনয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।

বাজেট ঘোষণার প্রাক্কালে বক্তব্যে তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ২২তম এই বাজেট ঘোষণা করা হচ্ছে। এলাকাবাসীর উপস্থিতিতে সকলের পরামর্শ নিয়ে উন্মুক্তভাবে এই বাজেট ঘোষণা  করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন বর্তমান সরকার তৃণমূল পর্যমত্ম স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে যুগামত্মকারী পদক্ষেপ বাসত্মবায়ন করছে।সরকার সহ বিদেশী দাতা সংস্থার মাধ্যমে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার সহ বিভিন্ন দাতা সংস্থার ভহমিকাকে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন আমি ব্যক্তিগত ভাবে এলাকাবাসীর কল্যাণ এলাকার উন্নয়নের জন্য আমত্মরিকভাবে চেষ্টা করেছি ভবিষ্যতেও করবো। প্রায় দু যুগের কাছাকাছি সময় পর্যমত্ম এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা আমাকে অণুপ্রাণিত করেছে। সুলতানপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।

বাজেট সভায় অতিথি হিসেবে ছিলেন ইউপিজিপির ডিস্ট্রিক ফেসিলেটর শংকর দেবনাথ, নাদিরা সুলতানা, এম আই এস মশিউর রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আলহাজ্ব আবুল খায়ের, কবিতা রাণী সালেহা বেগম,হাজী মহসিনুর রহমান বাদশা মিয়া প্রমুখ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন এলাকাবাসীর পক্ষেশাহজাহান খান , সোহরাব খান এলাদত খাঁসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ৫ শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ মুরম্নববীয়ান, সাংবাদিক,শিক্ষক সহ বিভিন্ন সত্মরের মানুষ অংশ নিয়েছে। এবারই প্রথম উন্নুক্ত এ বাজেট সভা আয়োজন এবং অংশগ্রহণ মতামত পরামর্শ প্রদান করতে পেরে এলাকাবাসী সমেত্মাষ প্রকাশ করে ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন শুধু সরকারী ভাবেই নয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদার মানসিকতায় ব্যক্তিগত ভাবে ইউনিয়নের সেবায় অনন্য ভহমিকা রেখেছেন যা অভহতপূর্ব এবং স্মারক হয়ে আছে। এলাকার মানুষ উন্নয়নকাজে সর্বাত্মক সহযোগিতারও অঙ্গীকার ব্যক্ত করেন। । এছাড়াও কৃষি শিক্ষাঅবকাঠামো খাতে বরাদ্দ বৃদ্ধি এবং এলাকায় নবীন প্রবীণদের চিত্ত বিনোদন, তথ্য প্রযুক্তির সম্পৃক্ততার জন্য ব্যয়ের খাত, এলাকায় শিশু প্রবীণদের জন্য পার্ক, আইটি পার্ক নির্মাণের দাবী করেন। উন্মুক্ত বাজেট সভার আয়োজন এবং এই উদ্যোগের জন্য ইউপি চেয়ারম্যানের ভহয়শী প্রসংসা করেন।  স্বাগত জানান। অতিথি হিসেবে বক্তৃতায় ইউপিজিপির ডিস্ট্রিক ফেসিলেটর শংকর দেবনাথ, এম আই এস মশিউর রহমান বলেন, উন্নয়ন কাজ বাসত্মবায়নে সকলের অংশগ্রহণ মতামত পরামর্শ অত্যমত্ম প্রয়োজন এ ক্ষেত্রে সুলতানপুরে বাজেট অধিবেশন এর আয়োজন একটি সফল আয়োজন। সম্মিলিত ভাবে উন্নয়ন কাজকে গতিশীল করতে এ বাজেট সভা অণুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। বাজেট অধিবেশনে সকলকে স্বাগত জানান ইউপি সচিব সঞ্জিত লাল সাহা, সহযোগিতা করেন তথ্য সেবা কেন্দ্রের সঞ্জয় দেবনাথ। সবশেষে ইউপি চেয়ারম্যানের ব্যবস্থাপনায় মধ্যাহ্ন ভোজে ৫ শতাধিক মানুষ অংশ নেয়।

 

বার্তা প্রেরক

সঞ্জিত লাল সাহা

ইউপি সচিব

সুলতানপুর।

ছবি
ছবি
ডাউনলোড